
আগস্টে বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। কিন্তু বর্তমান রাজনৈতিক টানাপড়েনে সেই সফর আর হচ্ছে না। ভারতের শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, বাংলাদেশ সফর ও এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
একই সময়ে আইপিএলের স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো আয়োজন করতে চায় ভারতীয় বোর্ড। এ কারণেই রোহিত–কোহলিদের বাংলাদেশ সফর অনিশ্চয়তায় পড়ে গেছে।
এর পেছনে বড় কারণ ভারত–পাকিস্তানের চলমান উত্তেজনা। কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানে মিসাইল হামলা চালিয়েছে ভারত। এর জেরেই ধর্মশালার পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচে খেলোয়াড়দের মাঝে দেখা গেছে ভয় আর অস্বস্তি। ফলে আইপিএলের ১৮তম আসর আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।
যুদ্ধাবস্থার সম্ভাবনায় দক্ষিণ এশিয়ার ক্রিকেট সূচিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে—এটাই এখন সবচেয়ে বড় শঙ্কা।