Sports News

ধোনির চেন্নাইকে হারিয়ে দিল রাজস্থান, সূর্যবংশীর ব্যাট হাতে নতুন ইতিহাস

Oldest 2

আইপিএলে যখনই বৈভব সূর্যবংশীর ব্যাট গর্জে ওঠে, তখনই যেন রচিত হয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের নতুন কোনো না কোনো রেকর্ড। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও এর ব্যতিক্রম ঘটেনি। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫৭ রানের একটি উজ্জ্বল ইনিংস উপহার দিলেন সূর্যবংশী রাজস্থান রয়্যালসকে। এই ৪টি ছক্কার শেষটি হাঁকানোর সঙ্গেই একটি নতুন মাইলফলক স্পর্শ করলেন সূর্যবংশী। আইপিএলের নিজের প্রথম আসরেই ২৪টি ছক্কা মারলেন তিনি, যা ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে এক মৌসুমে সর্বাধিক ছক্কার তালিকায় যৌথভাবে শীর্ষে। এর আগে ২০১৭ সালে ঋষভ পন্তও ২৪টি ছক্কা মেরেছিলেন, যখন তার বয়স ছিল ১৯ বছর ৭ মাস। সেখানে সূর্যবংশী মাত্র ১৪ বছর ১ মাস বয়সেই পন্তের সেই রেকর্ডে ভাগ বসালেন। তবে এককভাবে এই কৃতিত্ব নিজের করে নিতে পারলেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *