Sports News

লেভান্তেকে হারিয়ে বার্সেলোনার নাটকীয় কামব্যাক

লেভান্তেকে হারিয়ে বার্সেলোনার নাটকীয় কামব্যাক

লেভান্তেকে হারিয়ে বার্সেলোনার নাটকীয় নাটকীয় কামব্যাক

স্প্যানিশ লা লিগায় রোববারের ম্যাচে লেভান্তের বিপক্ষে ৩-২ গোলে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি। প্রায় তিন বছর পর লিগে ফেরা লেভান্তেকে তাদেরই মাঠে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা, কিন্তু দ্বিতীয় ভাগে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে তারা ছিনিয়ে নেয় জয়।

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার দাপট ছিল চোখে পড়ার মতো। ৮৩% বল পজিশন ছিল তাদের দখলে, আর গোলের জন্য শট নেয় মোট ২৬টি। তবে খেলার ধারার বিপরীতে গিয়েই ১৫ মিনিটে ইভান রোমেরোর গোলে এগিয়ে যায় লেভান্তে। এরপর বার্সেলোনা একের পর এক আক্রমণ করেও গোল পেতে ব্যর্থ হয়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বালদের হ্যান্ড-বলে পেনাল্টি পায় লেভান্তে। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হোসে লুইস মোরালেস।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বদলে যায় বার্সেলোনার চিত্র। মাত্র তিন মিনিটের ব্যবধানে তারা দুই গোল করে ম্যাচে সমতা ফেরায়। ৫০ মিনিটে ইয়ামালের পাস থেকে পেদ্রি দূরপাল্লার শটে গোল করেন, আর ৫৩ মিনিটে রাফিনহার কর্নার থেকে ফেররান তোরেস দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন।

ম্যাচের শেষদিকে বার্সেলোনার আক্রমণ আরও জোরদার হয়। অতিরিক্ত ৭ মিনিটের খেলা শুরু হওয়ার পর প্রথম মিনিটেই আসে সেই কাঙ্ক্ষিত গোল। বক্সের ভেতরে ইয়ামালের ক্রস ঠেকাতে গিয়ে লেভান্তের ডিফেন্ডার উনাই এলগেসাবাল হেড দিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন। এই আত্মঘাতী গোলেই নিশ্চিত হয় বার্সেলোনার নাটকীয় জয়।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচ জিতে বার্সেলোনা ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, লেভান্তে তাদের প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখেছে।

One thought on “লেভান্তেকে হারিয়ে বার্সেলোনার নাটকীয় কামব্যাক

  1. Tushar says:

    ভালো লাগলো পড়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *