
আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিসিবির ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বোর্ড পরিচালকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় নাজমুল আবেদীন ফাহিম সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই আমিনুল বিপিএলের ফিক্সিংয়ের বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, এই ধরনের কাজে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে এবং প্রয়োজনে বিপিএল বন্ধ করে দেওয়া হতে পারে। এর পরিবর্তে বছরজুড়ে বৃহত্তর পরিসরে ৪-৫টি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তার। তবে এর আগে আইসিসির আস্থা অর্জন করাকে তিনি প্রধান গুরুত্ব দিচ্ছেন, যাতে কোনো প্রকার নিষেধাজ্ঞা না আসে।
অন্যদিকে, আইসিসি প্রধান জয় শাহ ফারুক আহমেদের অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেন, সেটিও গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে আমিনুল ইসলাম বুলবুলকে “ক্রিকেট কূটনীতিতে” দক্ষতা দেখাতে হবে।
এর আগে, জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করলে বিকেলে আমিনুলকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর সন্ধ্যায় বোর্ড সভায় পরিচালকরা তাকে সভাপতি নির্বাচিত করেন।
বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্টে সেঞ্চুরি করা আমিনুল ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি কোচিংয়ে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন।
গত এক দশকের বেশি সময় ধরে আমিনুল আইসিসি ও এসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিসিবিতে যোগদানের আগে তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার এবং আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম ও ট্রেনিং এডুকেশনের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গত আগস্টে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন এনএসসি কর্তৃক বিসিবি পরিচালক হিসেবে মনোনীত হয়েছিলেন। পরিচালকরা ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করলেও, ৯ মাসের মাথায় ক্রীড়া পরিষদ তার মনোনয়ন বাতিল করে। এর আগে, ফারুককে পদত্যাগের কথা বলা হলেও তিনি রাজি হননি। পরবর্তীতে বিসিবির আটজন পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জানালে এনএসসি তার পরিচালক পদ বাতিল করে, যার ফলে তিনি সভাপতির পদও হারান। নতুন সভাপতি আমিনুল আগামী অক্টোবর মাস পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ ক্রিকেটের সকল জার্সি পেতে লগইন করুন www.fitlanderbd.com এ।